রাজবাড়ী জেলার গোয়ালন্দে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৮ই অক্টোবর সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনে স্থাপিত শেখ রাসেলের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসন ও পরিষদ, গোয়ালন্দ ঘাট থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গোয়ালন্দ পৌরসভাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, ছোট ভাকলা ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আঃ রহমান মন্ডল ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদ।
এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা পর্বের শেষে বিশেষ দোয়া-মোনাজাত এবং কেক কেটে দিবসটি পালন করা হয়।