রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
গত ১৮ই অক্টোবর জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী ও দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব এডঃ কামরুল আলম এই কমিটি অনুমোদন করেন।
অনুমোদিত কমিটিতে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নিজাম উদ্দিন শেখকে আহ্বায়ক, মোশারফ হোসেন মুসা’কে সদস্য সচিব, শহিদুল ইসলাম বাবলু, আইউব আলী খান, আমজাদ হোসেন, সেলিম খান সলিম, রাজ্জাক প্রামানিক, মোক্তার হোসেন বেপারী ও আনোয়ার হোসেনকে যুগ্ম-আহ্বায়ক এবং ৩২জনকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী ১মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে।