ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দ শিশু সংসদের শাখা কমিটির অভিষেক অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১০-২১ ১৪:২০:৩৭
গত ২০শে অক্টোবর বিকালে গোয়ালন্দ শিশু সংসদ-এর নবগঠিত শাখা কমিটিসমূহের অভিষেক অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার ‘গোয়ালন্দ শিশু সংসদ’-এর নবগঠিত শাখা কমিটিসমূহের অভিষেক অনুষ্ঠান গত ২০শে অক্টোবর বিকালে দৌলতদিয়ার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী। 

  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ শিশু সংসদের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা ও কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ আমিনুল ইসলাম বুলবুল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ প্রামানিক, সহ-সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, শিশু সংসদের সহ-প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সোহেল রানা, সেলিম খান ও গোয়ালন্দ শিশু সংসদের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম বক্তব্য রাখেন। 

  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ শিশু সংসদের চেয়ারম্যান সাবিত বিন রাসেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ আয়নাল আহসান। 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ