ঢাকা মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
গোয়ালন্দে ইলিশ রক্ষা অভিযানে আটক ৫জন জেলের কারাদন্ড
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১০-২৩ ১৪:৪৯:৪১
গোয়ালন্দে গতকাল ২৩শে অক্টোবর বিকালে পদ্মা নদীতে পরিচালিত ইলিশ রক্ষা অভিযানে আটক ৫জন জেলেকে ৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মা নদীতে পরিচালিত ইলিশ রক্ষা অভিযানে আটক ৫জন জেলেকে ৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

  গতকাল ২৩শে অক্টোবর বিকালে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে আটক করে মৎস্য সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় এই সাজা প্রদান করা হয়। 

  এছাড়াও অভিযানকালে জেলেদের কাছ থেকে ইলিশ ধরার কাজে ব্যবহৃত ৩টি নৌকা ও ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং ৫ কেজি জাটকা ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ৫ কেজি জাটকা ইলিশ স্থানীয় মাদ্রাসায় প্রদান করা হয়। 

  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) মোঃ রেজাউল শরীফসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ এবং পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। 

মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে নিয়ে  কটূক্তির প্রতিবাদে বালিয়াকান্দিতে বিক্ষোভ
 কালুখালীতে আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ পৃথক দুইটি সভা অনুষ্ঠিত
 রামকান্তপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মতবিনিময়  সভায় ধানের শীষের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি
সর্বশেষ সংবাদ