ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
ফেসবুক ভিত্তিক অনলাইন প্লাটফর্ম রাজবাড়ী সার্কেলের প্রিয়জন ইভেন্ট
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১০-২৪ ১৪:১৩:২৭
ফেসবুক ভিত্তিক অনলাইন প্লাটফর্ম ‘রাজবাড়ী সার্কেল’-এর ভিন্নধর্মী আয়োজন ‘প্রিয়জন ইভেন্ট’ গত ২৩শে অক্টোবর ভবদিয়ায় অবস্থিত ডাঃ আবুল হোসেন ট্রাস্টের আলহাজ্ব এম.এ করিম জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্ঠ।

ফেসবুক ভিত্তিক অনলাইন প্লাটফর্ম ‘রাজবাড়ী সার্কেল’ এর ভিন্নধর্মী আয়োজন ‘প্রিয়জন ইভেন্ট’ গত ২৩শে অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। 
  রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়ায় অবস্থিত ডাঃ আবুল হোসেন ট্রাস্টের আলহাজ্ব এম.এ করিম জাদুঘর প্রাঙ্গণে দিনব্যাপী এই প্রিয়জন ইভেন্টের আয়োজন করা হয়।
  আয়োজনের মধ্যে ছিল-প্রীতি খেলাধুলা(হাড়ি ভাঙ্গা, মোরগ লড়াই, রশি টানাটানি, বালিশ খেলা), পরিচিতি-আলোচনা সভা, র‌্যাফেল ড্র, অংশগ্রহণকারীদের মধ্যে রাজবাড়ী জেলার ম্যাপ সম্বলিত টি-শার্ট ও অন্যান্য গিফট বিতরণ, সেলফি তোলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘মধু হই হই’ খ্যাত ইমরান হোসাইন ও অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করে। 
  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক, বাংলাভিশন টিভি’র স্টাফ রিপোর্টার মিরাজ হোসেন গাজী, বাংলাদেশ প্রতিদিনের বিনোদন সহ-সম্পাদক পান্থ আফজাল, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম, সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস বাবু, কাজী তানভীর মাহমুদ, আশিকুর রহমানসহ ২শতাধিক প্রিয়জন-শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন। 
  ইভেন্ট আয়োজনে ছিলেন রাজবাড়ী সার্কেলের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার শামস্ সোহাগ, পরিচালক তাইফুর রহমান তুষার, সহকারী পরিচালক সজিবুর রহমান, সুজন বিষ্ণু, তৌহিদুল ইসলাম সম্রাট, এডমিন আসাদুজ্জামান নুর, মীর মিলন, আলামিন হোসেন শাকির, এডিটর সফিকুল ইসলাম সাকিবসহ পেজের এডিটর, মডারেটর ও সার্কেলবাজসহ টিম রাজবাড়ী সার্কেল।

রাজবাড়ীতে ভোক্তার অভিযানে তিনটি ফার্মেসীকে জরিমানা
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে মর্য়াদার আসনে প্রতিষ্ঠিত করেছেন ----জেলা প্রশাসক
রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস দিবস পালন
সর্বশেষ সংবাদ