ঢাকা বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
পাটুরিয়া ঘাটে ১৭টি যানবাহন নিয়ে ফেরি আমানত শাহ ডুবি
  • আবুল হোসেন
  • ২০২১-১০-২৭ ০৪:৫১:১৯

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আমানত শাহ নামের একটি রো রো ফেরি ডুবে যাওয়ায় ঘটনা ঘটেছে। আজ ২৭শে অক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে পাটুরিয়ার ৫ নং ঘাটে এ এ ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা শাখার উপ সহ- মহাব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দৌলতদিয়া ফেরিঘাট থেকে সকাল ৯ টার দিকে ১৭ টি মালবাহী ট্রাক এবং কয়েকটি মোটর সাইকেল ও কিছু সাধারন যাত্রী নিয়ে ফেরিটি পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে  ছেড়ে যায়।
ফেরিটি পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে যানবাহন আনলোড করার আগেই হঠাৎ তলা ফেটে পানি উঠতে থাকে।এতে অল্প সময়ের মধ্যেই ফেরিটি কাঁত হয়ে ডুবে যায়।
পাটুরিয়ার ৫ নং ফেরিঘাটের সারেং মোঃ রেজাউল হোসেন জানান,ফেরিটি নিরাপদেই পন্টুনে ভেড়ে। ২ টি ট্রাকও ফেরি হতে নিরাপদে নেমে যায়। এ সময় হঠাৎ করেই এ দূর্ঘটনা ঘটে। এ সময় ফেরিতে থাকা সাধারণ যাত্রীরা দ্রুত   নিরাপদে ঘাটে নেমে যেতে সক্ষম হন। অনেকেই পানিতে লাফিয়ে পড়েন।পরে তাদের উদ্ধার করা হয়।তবে ট্রাকের ভেতরে থাকা চালক,সহকারী বা আরো কেউ থাকলে তাদের ভাগ্যে কি ঘটেছে তা এখনি বলা যাচ্ছে না।
ফেরিতে থাকা ট্রাক চালক সেলিম মোল্লা বলেন,ফেরিটি মাঝ নদীতে আসার পরই
কেমন যেন একদিকে হেলে পড়ে। এর পর দ্রুড পাটুরিয়া ৫ নং ঘাটে ২টি ট্রাক আনলোড হওয়ার পর ফেরিটির তলায় পানি উঠে নদীতে ডুবে যায়। আমার ট্রাকটি ফেরির মধ্যে রয়েছে।
এদিকে খবর পেয়ে স্হানীয় প্রশাসনিক কর্মকর্তা,ফায়ার সার্ভিস ও ফেরি সেক্টরের কর্মকর্তারা ঘটনাস্হলে পৌঁছেছেন। ফায়ার সার্ভিসের  ডুবুরি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে । এখন পর্যন্ত কোন হতাহতের  খবর পাওয়া যায়নি।

ঈদকে সামনে রেখে রাজবাড়ীতে জেলা পুলিশের মতবিনিময় সভা
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাজবাড়ী জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি অর্পণ
সর্বশেষ সংবাদ