ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
গোয়ালন্দে হ্যান্ডবল প্রশিক্ষণের সমাপনীতে পুরস্কার বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১০-২৭ ১৪:৪৫:২০
রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় গতকাল ২৭শে অক্টোবর বিকালে গোয়ালন্দের স্কুল পর্যায়ের বালিকাদের মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপনীতে সনদ ও পুরস্কার বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় গোয়ালন্দে স্কুল পর্যায়ের বালিকাদের মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
  গতকাল ২৭শে অক্টোবর বিকালে গোয়ালন্দ প্রপার হাই স্কুলের মাঠে প্রশিক্ষণের সমাপনী ও সনদ-পুরস্কার বিতরণ করা হয়।
  অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হক খান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে ৪টি দল ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
  উল্লেখ্য, প্রশিক্ষণে গোয়ালন্দ উপজেলার স্কুল পর্যায়ের মেয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রশিক্ষণ পরিচালনা করেন লিয়াকত হোসেন, আঃ মাজেদ ও মিরাজ বিশ্বাস।

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ