রাজবাড়ী ডিবি’র একটি দল গতকাল ২৮শে অক্টোবর বেলা ১১টার দিকে পাংশা উপজেলার জীবনলালা গ্রাম থেকে ৬০ পিস ইয়াবাসহ বিক্রেতা আজিজ মন্ডল (২৬)কে গ্রেপ্তার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিঠু ফকিরের নেতৃত্বে রাজবাড়ী ডিবি’র একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজিজ মন্ডল জীবননালা গ্রামের মৃত শওকত মন্ডলের ছেলে।
রাজবাড়ী ডিবি’র ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আজিজ মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।