ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
সচিব পদে পদোন্নতি পেলেন সোলেমান খান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১০-২৮ ১৪:১৬:২২

সচিব পদে পদোন্নতি পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিসিএস ১১তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সোলেমান খান। তাকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

  সচিব পদে পদোন্নতি পাওয়া সোলেমান খান রাজবাড়ী-১ আসনের প্রয়াত জাতীয় সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ভাষা সৈনিক এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর জামাতা এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ এর সংসদ সদস্য সালামা চৌধুরী রুমার স্বামী।  

  উল্লেখ্য, গতকাল ২৮শে অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপন ৬জন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। একই সাথে তাদের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে দায়িত্ব দেয়া হয়েছে। 

  সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান অমিতাভ সরকারকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহনাজ আরেফিনকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামানকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী এনামুল হাসানকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোলেমান খানকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব দেয়া হয়েছে।

  এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে অপর এক প্রজ্ঞাপনে ৩জন সচিবকে বদলি করে অন্য মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। তাদের মধ্যে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে পরিকল্পনা বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃআফজাল হোসেনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে।

  অন্যদিকে সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমানকে বদলি করে ঢাকা বিভাগীয় কমিশনার পদে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ মোশাররফ হোসেনকে সিলেটের বিভাগীয় কমিশনার পদে বদলি করা হয়েছে।

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ