ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৫
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তলসহ ও ধারালো অস্ত্রসহ ১জন গ্রেফতার
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২০-০৬-২৫ ০২:৪২:৪৪
বালিয়াকান্দি থানার পুলিশ গত ২৩শে জুন গভীর রাতে রামদিয়া গ্রামে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তলসহ দেশীয় অস্ত্র, ল্যাপটপ ও ২টি মোটর সাইকেলসহ ডাকাত দলের ১জন সদস্য গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামে ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে লিটন মিয়া(২৬) নামে ডাকাত দলের এক সদস্যকে থানা পুলিশ গ্রেফতার করেছে। এছাড়াও ঘটনাস্থল থেকে খেলনা পিস্তলসহ দেশীয় অস্ত্র, ল্যাপটপ ও মোটর সাইকেল উদ্ধার হয়েছে।
  বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, গত ২৩শে জুন দিবাগত গভীর রাতে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গ্রামের আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য কামরুলের বাড়ীতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে তার নেতৃত্বে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে কামরুলসহ ডাকাত দলের ১৫/২০ সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও লিটন মিয়া ধরা পড়ে। সে একই ইউনিয়নের কাউন্নাইর গ্রামের ওমর আলী মিয়ার ছেলে। এছাড়াও ঘটনাস্থল থেকে ১টি খেলনা পিস্তল, ২টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ৬টি ছুরি, ১টি খেলনা পিস্তল, ১৫৮ রাউন্ড এয়ারগানের গুলি, ২টি ল্যাপটপ এবং রেজিস্ট্রেশন বিহীন ১টি ১৬০ সিসি’র অ্যাপাচি ও ১টি ১৫০ সিসি’র হাঙ্ক মোটর সাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২টি ল্যাপটপের ১টি ওপেন করা গেছে। এতে মনে হয়েছে সেটি কোন ডাক বিভাগের। অপরটি ওপেন করা যায়নি। এ ঘটনায় থানার এস.আই মাসুদুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে থানায় ১টি মামলা দায়ের করেছেন। 
  মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার এস.আই নূর মোহাম্মদ জানান, গ্রেফতারকৃত লিটন মিয়াকে গতকাল ২৪শে জুন আদালতে সোপর্দ করা হয়েছে। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে। 

 

 রাজবাড়ীর নতুন ডিআইও ওয়ান সাকের আহমেদ
 মহান বিজয় দিবসে পুলিশ সুপারের বাণী
শহিদ বুদ্ধিজীবী দিবসে পুলিশ সুপারের বাণী
সর্বশেষ সংবাদ