ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
রোহিঙ্গাদের নিরাপদ জীবনের প্রচেষ্টা অব্যাহত রাখতে ইউএনসিএইচআরকে বাংলাদেশের আহ্বান
  • নিউইয়র্ক প্রতিনিধি
  • ২০২১-১০-৩১ ১৪:৪১:৫১
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিলের প্রতিবেদনের উপর সাধারণ বিতর্কে বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা মিয়ানমারে নিজেদের জন্মভূমিতে বৈষম্য ও নিপীড়ন মুক্ত রোহিঙ্গাদের জন্য ‘নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ জীবন’ নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) প্রতি আহ্বান জানিয়েছেন।
  গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিলের প্রতিবেদনের উপর সাধারণ বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে ফাতিমা রোহিঙ্গা বিষয়টি আলোচ্য সূচির শীর্ষে রাখা এবং ৪৭তম অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহণের জন্য প্রশংসা করেন। 
  বাংলাদেশের দূত মিয়ানমারের ওপর বিশেষ দূত এবং স্বাধীন তদন্ত ব্যবস্থার ভূমিকা ও কাজের কথা স্বীকার করেছেন।
  ফাতিমা বলেন, বাংলাদেশ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার নীতির প্রতি বিশেষভাবে  অঙ্গীকারাবদ্ধ,যা জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার সাথে তার সম্পৃক্ততার মধ্যে প্রতিফলিত হয়।
  তিনি আরও বলেন, ‘মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে বাংলাদেশ কাউন্সিলের ম্যান্ডেট ও কাজের প্রতি সক্রিয়ভাবে সম্পৃক্ত ও প্রতিশুতিবদ্ধ।’
  কোভিডড-১৯ ভ্যাকসিনের ন্যায় সঙ্গত, সাশ্রয়ী মূল্য, সময়োাপযোগী ও সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য কাউন্সিল কর্তৃক প্রস্তাব গ্রহণকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত ফাতিমা ক্রমবর্ধমান অসাম্যসহ কোভিডের আর্থসামাজিক প্রভাব মোকাবেলায় কাউন্সিলের প্রতি আহ্বান জানান।
  উন্নয়নশীল দক্ষিণের দেশগুলো কোভিড-১৯ ভ্যাকসিনে ন্যায্য ও সময়মতো অ্যাক্সেস পাচ্ছে না বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি অভিবাসীদের বিরুদ্ধে অবস্থান নির্বিশেষে সমস্ত বৈষম্যের অবসান এবং ভ্যাকসিনগুলোতে তাদের অ্যাক্সেস নিশ্চিত করার ওপর জোর দেন।
  রাষ্ট্রদূত ফাতিমা জলবায়ু পরিবর্তন এবং মানবাধিকার সম্পর্কিত প্রস্তাব গ্রহণকে স্বাগত জানান। তিনি কাউন্সিলকে জলবায়ুর কারণে স্থানচ্যুতির প্রতি আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান, যা বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়।
  তিনি নারী এবং তথা মেয়েদের ওপর কোভিডের অসামঞ্জস্যপূর্ণ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
  তিনি আরও বলেন, ‘আমরা চিন্তিত যে অনেক উন্নয়নশীল দেশে স্কুল বন্ধ হয়ে যাওয়ার ফলে স্কুল ছেড়ে দেওয়া বেড়ে গেছে এবং এটি মেয়েদের বাল্যবিবাহ, হিংস্রতা এবং নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকি বেশি রয়েছে।’
  মহামারীর প্রভাবের বিরুদ্ধে লড়াইর মাধ্যমে লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অগ্রগতি ধরে রাখার জন্য তিনি কাউন্সিলের প্রতি নতুন করে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
  রাষ্ট্রদূত কাউন্সিলকে এর প্রতি এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সহযোগিতামূলক পদ্ধতিতে মানবাধিকারের অগ্রগতির আহ্বান জানান।
  মানবাধিকার পরিষদের রাষ্ট্রদূত নাজহাত শামীম খান কাউন্সিলের প্রতিবেদন সাধারণ পরিষদে উপস্থাপন করেন।

রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা
পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’-ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
সর্বশেষ সংবাদ