ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাদ্য সহায়তা পেল রাজবাড়ীর ৩ শতাধিক পরিবার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১১-০১ ১৫:২১:২৪

করোনা পরিস্থিতিতে মানুষ অসহায় হয়ে পড়ে। অনেকেই লজ্জ্বায় কারো কাছে সাহায্যও চাইতে পারে না। এসব অসহায় মানুষের কথা চিন্তা করে সরকার চালু করে জাতীয় কল সেন্টার। 
  অসহায় মানুষরা ৩৩৩ নম্বরে ফোন করলেই তাদেরকে খাদ্য সহায়তা দেয়া হয়। তারই ধারাবাহিকতায় গতকাল ১লা নভেম্বর বেলা ১১টায় রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 
  এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম মনোয়ার মাহমুদ ও উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন। 
  বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- পরিবার প্রতি ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট বিস্কুট।  

রাজবাড়ী সরকারী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের পদযাত্রা-সমাবেশ অনুষ্ঠিত
রাজবাড়ী সরকারী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের পদযাত্রা-সমাবেশ অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে পাট্টা ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ