ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কালুখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেনসিডিলসহ বিক্রেতা গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১১-০২ ১৫:০৫:৩০
রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল ২রা নভেম্বর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৯ বোতল ফেনসিডিলসহ বিক্রেতা রফিকুল ইসলাম মন্ডল ওরফে যাদুকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল ২রা নভেম্বর সকালে কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৯ বোতল ফেনসিডিলসহ বিক্রেতা রফিকুল ইসলাম মন্ডল ওরফে যাদু (৪৯)কে গ্রেফতার করেছে। 
  গ্রেফতারকৃত রফিকুল ইসলাম মন্ডল ওরফে যাদু বোয়ালিয়া গ্রামের মৃত শামসুল মন্ডলের ছেলে। 
  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম মন্ডল ওরফে যাদু’র বোয়ালিয়া গ্রামের বাড়ীতে অভিযান চালিয়ে বসতঘরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ