ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
মাদারীপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটার ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১১-০৫ ১৪:০৬:২৭

পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মাদারীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বীর নেতৃত্বে গতকাল ৫ই নভেম্বর মাদারীপুর জেলা সদরের পাঁচখোলা এলাকার মেসার্স এম.আর.কে ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।  
  অভিযানকালে জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার ও অবৈধভাবে মাটি সংগ্রহের দায়ে ইটভাটার মালিক আব্দুর রহিম খানকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ এর সংশ্লিষ্ট ধারায় ১লক্ষ টাকা ৫০ হাজার জরিমানাসহ ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ভাটার আগুন নেভানোর পাশাপাশি প্রস্তুতকৃত কাঁচা ইট ভিজিয়ে নষ্ট করে দেয়া হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন, পরিদর্শক মনিরুজ্জামান শেখসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ অভিযানে সহযোগিতা করেন।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ