ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
রাজবাড়ীর মাধব লক্ষ্মীকোলে ১৪ হাত দৈর্ঘ্যরে কালী পূজা পরিদর্শনে মেয়র
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২১-১১-০৫ ১৪:০৭:৩৬
রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু গতকাল ৫ই নভেম্বর সন্ধ্যায় ২নং ওয়ার্ডের মাধব লক্ষ্মীকোলে ১৪ হাত দৈর্ঘ্যরে কালী পূজা পরিদর্শন করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু গতকাল ৫ই নভেম্বর সন্ধ্যায় ২নং ওয়ার্ডের মাধব লক্ষ্মীকোলে ১৪ হাত দৈর্ঘ্যরে কালী পূজা পরিদর্শন করেন।
  এ সময় পৌরসভার প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর নির্মল কৃষ্ণ চক্রবর্তী শেখর, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের(১,২,৩) কাউন্সিলর ফারজানা আলম ডেইজী, রাজবাড়ী থানার এসআই হিরণ কুমার বিশ্বাস, জেলা যুবলীগের সাবেক সভাপতি আলী হোসেন পনি, মাধব লক্ষ্মীকোল দয়াময়ী ও শীতলা মন্দির কমিটির  সভাপতি সন্তোষ দত্ত, সাধারণ সম্পাদক খোকন চক্রবর্তী, কালী পূজা উদযাপন কমিটির সভাপতি বেণু দত্ত, সাধারণ সম্পাদক তরুণ চক্রবর্তী কৃষ্ণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  পরিদর্শনকালে পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু বলেন, সবাই যার যার ধর্মীয় উৎসব পালন করবে। পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। এছাড়াও তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে মন্দিরের সামনে পাকা ঢালাইসহ সাউন্ড সিস্টেম দেয়ার প্রতিশ্রুতি দেন।
  উল্লেখ্য, গত ৪ঠা নভেম্বর থেকে শুরু হওয়া এই কালী পূজা আগামীকাল ৭ই নভেম্বর চলবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ