রাজবাড়ীর বালিয়াকান্দিতে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ই নভেম্বর সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর আয়োজনে এই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. সানজিদা মুস্তাফী, বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিজ্ঞান ও শিল্প গবেষণা বিষয়ের উপর বিভিন্ন সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রদর্শনীর বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।