রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেন তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
গতকাল ১১ই নভেম্বর দুপুরে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রতিবাদ করে নির্যাতিত হয়েছি। বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছি। ইউনিয়নবাসী চাইলেও যেহেতু দল আমাকে মনোনয়ন দেয়নি তাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে দলের প্রতি আনুগত্য থেকে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিচ্ছি। সেই সাথে আমার কর্মী-সমর্থকদের নৌকার প্রার্থীর পক্ষে মাঠে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এ সময় উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মান্নান খান, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, সাধারণ সম্পাদক আবু তারেক বাবলু, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বাসন্তী স্যান্যাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশারুল আলম বাপ্পু, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি দাউদ খান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ছলেমান মোল্লা দলু, উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি রোমানা কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।