ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
ফরিদপুরে করোনায় মৃতের লাশ দাহ করলো পুলিশ
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২০-০৬-২৬ ১৫:২৭:৩৬
ফরিদপুর শহরতলীর মুন্সিবাজার এলাকার করোনায় মৃত্যুবরণকারী প্রবীর সাহার লাশ পুলিশের উদ্যোগে দাহ করা হয় -মাতৃকণ্ঠ।

ফরিদপুর শহরতলীর মুন্সিবাজার এলাকার প্রবীর সাহা(৬৫) নামে এক ব্যক্তি গত ২৪শে জুন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পর তার লাশ দাহ করতে পরিবারের সদস্যসহ কেউ এগিয়ে না আসায় পুলিশই লাশটি দাহ করেছে। 
  মুন্সিবাজার এলাকার দেওড়া শ্মশানে প্রবীর সাহার লাশকে কাঠ দিয়ে চিতায় সাজিয়ে সনাতন ধর্মের নিয়ম মেনে দাহ করেন ফরিদপুর পুলিশ লাইন্সের রিজার্ভ পুলিশের এস.আই আনোয়ার হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।  
  এ ব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বলেন, আমরা খবর পাই হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু তার লাশ সৎকারে কেউ এগিয়ে আসছেন না। পরে আমাদের জেলা পুলিশের একটি টিম গিয়ে লাশটি দাহ করে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের লাশ দাফন ও সৎকার করার জন্য আমরা জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ টিম করেছি। তারা যেখানেই করোনায় কেউ মারা যাচ্ছেন তাদের দাফন ও সৎকারের ব্যবস্থা করছেন। 

 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ