রাজবাড়ীর কালুখালীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল ১১ই নভেম্বর বিকালে কালুখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাকিবুল ইসলাম লাবু, সদস্য জামির হোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিহাব উদ্দিন বিপুল, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুমনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্বের শেষে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।