ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
  • মোখলেছুর রহমান
  • ২০২১-১১-১৩ ১৩:৩১:০১
রাজবাড়ীর কালুখালী উপজেলায় তৃতীয় ধাপে আগামী ২৮শে নভেম্বর অনুষ্ঠিতব্য ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে গত ১২ই নভেম্বর কালুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে -মাতৃকণ্ঠ।

তৃতীয় ধাপে আগামী ২৮শে নভেম্বর অনুষ্ঠিতব্য রাজবাড়ীর কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। 
   গত ১২ই নভেম্বর কালুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আজিজুল ইসলাম রতনদিয়া, মাজবাড়ী ও মদাপুর ইউনিয়নের, উপজেলা কৃষি অফিসে কৃষি অফিসার ও রিটার্নিং অফিসার তিলোক কুমার ঘোষ তার কার্যালয়ে কালিকাপুর ও বোয়ালিয়া ইউনিয়নের এবং উপজেলা সমাজসেবা অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ জিল্লুর রহমান তার কার্যালয়ে মৃগী ও সাওরাইল ইউনিয়নের প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোট ৩৫২ জন্য প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ২৫, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৫২ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে ৭৫ জন প্রার্থীর মধ্যে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।
   চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রতনদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা নৌকা ও স্বতন্ত্র প্রার্থী (সাবেক চেয়ারম্যান) আবুল কাশেম মন্ডল আনারস; মদাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবিএম রোকনুজ্জামান নৌকা এবং স্বতন্ত্র ২ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম মৃধা আনারস ও জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মজনু মোটর সাইকেল; সাওরাইল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী নৌকা এবং স্বতন্ত্র ৫ প্রার্থী আহম্মদ আলী আনারস, বেলী খাতুন চশমা, গোলাম সরোয়ার ঠান্ডু মোটর সাইকেল, আঃ রহমান খান আটোরিক্সা ও রাকিবুল ইসলাম আকমল ঘোড়া; মাজবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম নৌকা এবং ৩ স্বতন্ত্র প্রার্থী ইউসুফ হোসেন আনারস, আবু আমিন আরিফুল আজম ঘোড়া ও সাইদুল ইসলাম মোটর সাইকেল; বোয়ালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান হালিমা বেগম নৌকা এবং ৩ স্বতন্ত্র প্রার্থী আবুল হাশেম শেখ আনারস, রফিকুল ইসলাম মোটর সাইকেল ও শেখ মাসুদ ঘোড়া; মৃগী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্র্থী আব্দুল মতিন নৌকা এবং ৫ স্বতন্ত্র প্রার্থী হামিদা বেগম আনারস, সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন সরদার ঘোড়া, আরিফুল ইসলাম অটোরিক্সা, বর্তমান চেয়ারম্যান শহিদুজ্জামান মোল্লা সাগর চশমা ও সরদার হাসিবুল হক তুহিন মোটর সাইকেল প্রতীক বরাদ্দ পেয়েছেন। 
   উল্লেখ্য, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আতিউর রহমান নবাব আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ