রাজবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের ৩জন মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো-আলাদীপুর গ্রামের মোজাহার শেখে ছেলে মোশারফ হোসেন(২৮), মৃত সৈয়দ আলী শেখের ছেলে খালেক শেখ(৪৫) ও কাদের মোল্লার ছেলে আশরাফুল আলম ওরফে ধনী(২৬)। তাদের মধ্যে মোশারফ ও খালেককে গতকাল ১৭ই নভেম্বর সকালে আলাদীপুর থেকে ৫১০ পিস ইয়াবাসহ এবং আশরাফুল আলম ধনীকে দুপুরে একই ইউনিয়নের কল্যাণপুর থেকে ১০.৩ গ্রাম ওজনের কয়েক পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।