রাজবাড়ী ডিবি’র অভিযানে সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রাম থেকে ৫০ পিস ইয়াবাসহ সুমন তফাদার(৩৮) নামে এক মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ই নভেম্বর সন্ধ্যায় ডিবি’র একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুমন তফাদার আগমাড়াই গ্রামের লোকমান তফাদারের ছেলে।
ডিবির ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত ১৮ই নভেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।