ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
ইসলামিক রিলিফ উদ্যোগে পাংশায় বিশ্ব শিশু দিবস-২০২১ উদযাপিত
  • মোক্তার হোসেন
  • ২০২১-১১-২১ ১৩:৩০:৫৪
পাংশায় গত শনিবার বিকেলে ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার রাজবাড়ী ফিল্ড অফিস আয়োজিত বিশ্ব শিশু দিবসের অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশায় আনন্দঘন পরিবেশে বিশ্ব শিশু দিবস-২০২১ উদযাপিত হয়েছে। 
  এ উপলক্ষে গত ২০শে নভেম্বর বিকেলে পাংশা উপজেলা পরিষদ হল রুমে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেধাবী শিশু শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার রাজবাড়ী ফিল্ড অফিস এ কর্মসূচির আয়োজন করে।
  পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বক্তব্য রাখেন। 
  অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস ও পাংশা মডেল থানার এসআই হিরু বড়ুয়াসহ জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার রাজবাড়ী ফিল্ড অফিসের সহকারী প্রজেক্ট অফিসার সুমী বিশ্বাস।
 অনুষ্ঠানে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী চারজনকে এবং ছয়জন মেধাবী শিশু শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ