করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এলজিএসপি-৩ এর অর্থায়নে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল ২৭শে জুন সকালে সার্জিক্যাল মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।
এ সময় নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামসহ ইউপি সচিব ও ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নারুয়া ইউনিয়নের ঝুঁকিপুর্ণ দরিদ্র পরিবারগুলোর মধ্যে ১হাজার পিস মাস্ক, ৩শত পিস সাবান ও ৬০ কেজি ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।