ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
নানা কর্মসূচির মধ্য দিয়ে পাংশায় জাতীয় মুক্তিযোদ্ধা দিবস পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২১-১২-০১ ১৩:২১:২১

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১লা ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা দিবস-২০২১ উদযাপিত হয়েছে। 

  এ উপলক্ষে মুক্তিযোদ্ধা ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

  জানা যায়, সকাল সাড়ে ৯টায় দিকে মুক্তিযোদ্ধা ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পতাকা উত্তোলন শেষে শহরে শোভাযাত্রা বের করা হয়। মুক্তিযোদ্ধা ভবন চত্বর থেকে শুরু হয়ে পাংশা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।

  সেখানে পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার চাঁদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন মিয়া, মৃগী শহীদ দিয়ানত কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর ও পাংশা পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ইউসুফ হোসেন সিকদার প্রমূখ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ