ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষ্যে গোয়ালন্দে র‌্যালী-আলোচনা
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১২-০১ ১৩:২৫:৫৫
মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে গতকাল ১লা ডিসেম্বর র‌্যালী বের হয় -মাতৃকণ্ঠ।

‘১লা ডিসেম্বর দিচ্ছে ডাক, সাম্প্রদায়িক অপশক্তি নিপাত যাক’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দে মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে।

  এ উপলক্ষে গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে গতকাল ১লা ডিসেম্বর বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে র‌্যালী বের হয়ে আনসার ক্লাব প্রদক্ষিণ করে একই স্থানে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এসে শেষ হয়। 

  উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লাসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা কর্মসূচীতে অংশগ্রহণ করেন। 

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ