ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
রাজবাড়ীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১২-০১ ১৩:২৭:৩২
রাজবাড়ী শহরের ভবাণীপুরে আজ ২রা ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হচ্ছে -মাতৃকণ্ঠ।

আজ ২রা ডিসেম্বর থেকে রাজবাড়ী শহরের ভবাণীপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হচ্ছে। যা আগামী ৪ঠা ডিসেম্বর সমাপ্ত হবে।   

  আয়োজক সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে প্যান্ডেল-মাঠ প্রস্তুত, ওজুখানা-টয়লেট নির্মাণ, টিউবওয়েল বসানোসহ আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠের পাশেই রাখা হয়েছে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা।

  ইজতেমা মাঠের তত্ত্বাবধায়ক রবিউল জাহান সরকার বলেন, ঢাকার কাকরাইল থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী ইজতেমা ময়দানের কাজ করা হয়েছে। ঢাকা থেকে আগত তাবলীগ জামাতের মুরুব্বীগণ বয়ান করবেন। ইজতেমার কাজে তাবলীগ জামাতের সাথী, বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও এলাকার লোকজন স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন। রাজবাড়ী জেলার সকল উপজেলার তাবলীগ জামাতের সাথীগণের পাশাপাশি ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা, মাগুরাসহ অন্যান্য জেলার প্রতিনিধিগণসহ ৩/৪ হাজার মানুসের আগমন হতে পারে। প্রতিদিন ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত বয়ান হবে। শেষ দিন ৪ঠা ডিসেম্বর জোহরের নামাজের আগে আখেরী মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ