ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
গোয়ালন্দে নির্বাচন পরবর্তী হামলা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-০১ ১৩:২৯:০৪
বিগত উপজেলা নির্বাচন পরবর্তী একটি হামলা মামলায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা ও দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াছিন সরদারকে গত ৩০শে নভেম্বর রাতে পুলিশ গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

বিগত উপজেলা নির্বাচন পরবর্তী একটি হামলার মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা(৪৫) ও দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াছিন সরদার (২০)কে পুলিশ গ্রেফতার করেছে।

  গত ৩০শে নভেম্বর রাতে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ডের  দেওয়ান পাড়া এলাকার মৃত আব্দুল মোল্লার ছেলে এবং ইয়াছিন দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের খালেক সরদারের ছেলে। তাদের বিরুদ্ধে বিগত উপজেলা নির্বাচন পরবর্তীতে দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের হোটেল ব্যবসায়ী আঃ মান্নান মোল্লার বাড়ীতে হামলা, ভাংচুর, মারধর ও লুটপাটের মামলা রয়েছে।  

  গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃতদের গতকাল ১লা ডিসেম্বর আদালতে সোপর্দ হয়েছে। 

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ