রাজবাড়ী জেলার কালুখালীতে নানা আয়োজনে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল ৩রা ডিসেম্বর সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন, অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সুশান্ত কুমার রায়, এনজিও ওয়েডে’র নির্বাহী পরিচালক খায়রুল হাসান মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন বলেন, প্রতিবন্ধীদের অবহেলার চোখে দেখা ঠিক না। সবাই আল্লাহ্র সৃষ্টি। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সুযোগ পেলে তারাও তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। সরকার প্রতিবন্ধীদের ভাতা প্রদান, শিক্ষা-চিকিৎসার ব্যবস্থাসহ নানাভাবে সহযোগিতা করছে। ইতিমধ্যে কালুখালী উপজেলাতে একটি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়েছে।
আলোচনা পর্বের শেষে ৬জন প্রতিবন্ধীর মধ্যে ১টি করে কম্বল ও ১বস্তা করে খাদ্য সামগ্রী (চাল, ডাল, চিনি, আলু, তেল, লবণ ইত্যাদি) বিতরণসহ নিউরো প্রতিবন্ধী ১জন শিশুর পরিবারকে ১০হাজার টাকার চেক প্রদান করা হয়।