রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়ার দরিদ্র দিন মজুর কিরণ মুন্সির স্ত্রী ববিতা বেগম(২৮)।
গত ৪ঠা নভেম্বর সে একসাথে ৩টি জমজ পুত্র সন্তানের জন্ম দেয়। ফুটফুটে ৩টি ছেলের জন্মে আনন্দের আমেজ বিরাজ করলেও তাদের লালন-পালন ও চিকিৎসায় অতিরিক্ত ব্যয়ের কারণে বিপাকে পড়েছে ববিতা ও তার পরিবার।
অসহায় ববিতা বেগম বলেন, ৭বছর বয়সী ছেলেকে নিয়ে অভাবের সংসারে আল্লাহ্ আরও ৩টি ফুটফুটে ছেলে দিয়েছে। এই ৩টি সন্তানকে লালন-পালন করতে গিয়ে ধারদেনা করে আমরা খুব বিপদের মধ্যে আছি। ৩টি সন্তানের জন্য প্রতিদিন প্রায় সাড়ে ৬০০ টাকার দুধ, মিসরি ও ওষুধ লাগে। এর উপর নিজেদেরও তো পেট আছে। স্বামী দিন মজুরের কাজ করে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় করে। এ জন্য প্রতিদিনই কারো না কারো কাছ থেকে ধারদেনা করে ওদের খাবার জোগাতে হয়। এভাবে আর কয়দিন চলবে। সরকার, চেয়ারম্যান-মেম্বারসহ বিত্তবানরা যদি আমাদেরকে একটু সহায়তা করতো তাহলে সন্তান ৩টিকে ভালোভাবে লালন-পালন করতে পারতাম।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন বলেন, একসঙ্গে ৩টি শিশু জন্ম নেওয়ার বিষয়টি আপনার মাধ্যমেই অবগত হলাম। প্রথমেই নতুন অতিথি যারা এসেছে তাদেরকে স্বাগত জানাচ্ছি। ওরা যেন সু-নাগরিক হিসেবে গড়ে ওঠে। উপজেলা প্রশাসনের পক্ষ হতে ওদের বড় হয়ে ওঠার জন্য সহযোগিতা করা হবে।