ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
গোয়ালন্দে ৬ শতাধিক দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১২-০৩ ১৪:২৬:৫১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১৯৮০-৮১ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে গতকাল ৩রা ডিসেম্বর গোয়ালন্দে কম্বল বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হামিদা বেগম -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৬ শতাধিক মানুষের মধ্যে গতকাল ৩রা ডিসেম্বর কম্বল বিতরণ করা হয়েছে। 

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১৯৮০-৮১ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়নে এই কম্বল বিতরণ করা হয়। 

  গোয়ালন্দের আব্দুল হালিম মিয়া কলেজে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হামিদা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সাহাদত হোসেন। 

  কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তারের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মিয়া, উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরা, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ-এর পরিচালক সেলিম মুন্সী, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ