র্যাবের অভিযানে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর আশ্রয়ণ প্রকল্পের পাশ থেকে ১টি বিদেশী পিস্তল ও ৪রাউন্ড গুলিসহ জাহাঙ্গীর মাঝি(২০) নামে ১জনকে গ্রেফতার করেছে।
গতকাল ২৮শে জুন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর মাঝি একই উপজেলার খাসমথুরাপুর গ্রামের খোদা বক্সের ছেলে। উদ্ধারকৃত অস্ত্রসহ র্যাব তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।