ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
ফরিদপুরে বৃটিশ সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য ও বিধবা স্ত্রীদের মাঝে অনুদানের চেক বিতরণ
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২১-১২-০৬ ১৩:১৩:৩০

১৯৪৫ সালের পূর্বে বৃটিশ সরকারের সশস্ত্র বাহিনীতে কর্মরত বৃহত্তর ফরিদপুরের ৮ জন অবসরপ্রাপ্ত সদস্য ও তাদের বিধবা স্ত্রীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

  রয়্যাল কমনওয়েলথ এক্স সার্ভিস লীগ (আরসিইএল) এর আর্থিক সহযোগিতায় ফরিদপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ড এই অনুদানের চেক বিতরণ করে। 

  গতকাল ৬ই ডিসেম্বর বেলা ১১টায় ফরিদপুর শহরের গোপালপুরে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড অফিসে অনুদানের চেক তুলে দেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। 

  এ সময় অনুদান প্রাপ্তদের স্বজনগণ এবং ফরিদপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোঃ লিয়াকত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  ফরিদপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোঃ লিয়াকত হোসেন জানান, বৃটিশ সরকারের সশস্ত্র বাহিনীতে কর্মরত বৃহত্তর ফরিদপুরের ৮জন প্রাক্তন সদস্য বর্তমানে ভাতা পাচ্ছেন। তাদের মধ্যে একজন জীবিত আছেন এবং বাকী ৭জন মৃত্যুবরণ করেছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের জীবিত (৭০ বছরের উর্দ্ধে যাদের বয়স) বিধবা স্ত্রীগণ ভাতা পাচ্ছেন। আজ প্রতি সদস্য ৩২ হাজার ২৭ টাকার ভাতা পেলেন। জীবিত একজন নিয়মিত ভাতার পাশাপাশি চোখের চিকিৎসা বাবদ আরো ১৩ হাজার ১৮ টাকা অতিরিক্ত অনুদান পেলেন। এই অর্থ কমনওয়েলথ এক্স সার্ভিস লীগ (আরসিইএল) প্রদান করছে। সারা বিশে^ কমনওয়েলথভুক্ত ৪৮টি দেশের ৪০ হাজার সদস্যের মধ্যে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
সর্বশেষ সংবাদ