যথাযথভাবে জিটুপি (গভর্নমেন্ট টু পিপল) কার্যক্রম বাস্তবায়নের জন্য বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা অফিসকে ক্রেস্ট প্রদান করেছেন সমাজসেবা অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস।
গতকাল ৮ই ডিসেম্বর সকালে বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা অফিসে উপজেলা সমাজসেবা অফিসার অজয় কুমার হালদারের কাছে ক্রেস্ট হস্তান্তরের পর উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস মুজিব শতবর্ষের জাগরণী সপ্তাহ উপলক্ষ্যে সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিনিয়োগ, পুনঃ বিনিয়োগ এবং অনাদায়ী অর্থ আদায় বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের দিলালপুর সমাজসেবা প্রকল্প গ্রামে সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় করেন।