ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-১০ ১৫:৩৬:২৫
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে গতকাল ১০ই ডিসেম্বর বিকেলে বঙ্গভবনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন -পিআইডি।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি প্রতিনিধি দল গতকাল ১০ই ডিসেম্বর বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করেন।

  রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

  এ সময় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদানের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রন জানান।

  রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সুপ্রিম কোর্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চালু রাখায় প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান ।

  রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আগামীতেও এ ধরনের পরিস্থিতিতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ
বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া পর্যবেক্ষনে কালুখালীতে আসছেন প্রধান উপদেষ্টা
রাশিয়াকে আরও জনশক্তি নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
সর্বশেষ সংবাদ