রাজবাড়ী জেলার পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন গত ১১ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে উত্তম কুমার কুন্ডু সভাপতি ও গোবিন্দ কুমার কুন্ডু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উত্তম কুন্ডু পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং গোবিন্দ কুন্ডু পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন।
বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু দ্বিতীয়বারের মতো পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত হলেন। মাগুড়াডাঙ্গী শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমে সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ দু’টি পদের নাম ঘোষণা করা হয়।
জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
সম্মেলনের প্রথমপর্বে পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক উত্তম কুন্ডুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গণেশ নারায়ন চৌধুরী।
সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ মিত্র ও অরুপ দত্ত হলি, মহিলা সম্পাদিকা এ্যাডভোকেট উমা সেন, সদস্য ডাঃ পারিজাত কুমার পাল,সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগর ও তন্ময় চক্রবর্তী শুম্ভু, সংগঠনের রাজবাড়ী সদর উপজেলার সভাপতি কৃষ্ণ কর্মকার, গোয়ালন্দ উপজেলার সভাপতি নির্মল কুমার চক্রবর্তী, কালুখালী উপজেলার সভাপতি রাম প্রসাদ সাহা, বালিয়াকান্দী উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি সুজয় কুমার পাল, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দীপক কুমার কুন্ডু, মাগুড়াডাঙ্গী শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমের সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহসভাপতি ও সেনগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার সাহা(কার্তিক সাহা) ও পাংশা পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন আইডিয়াল গার্লস কলেজের প্রভাষক লিটন কুমার বিশ্বাস।
দ্বিতীয় পর্বে কাউন্সিল পরিচালনা করেন রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গণেশ নারায়ন চৌধুরী।
সম্মেলনের উদ্বোধক এ্যাডভোকেট গণেশ নারায়ন চৌধুরী নিজেদের অস্তিত্ব ও মর্যাদা রক্ষার লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি পাংশার সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত বজায় রাখার গুরুত্বারোপ করেন।
সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাংশা শিল্পকলা একাডেমীর ক্ষুদে নৃত্যশিল্পীরা অতিথি বরণ সংগীত এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে। এতে করে সম্মেলন অনুষ্ঠান উৎসবমুখর হয়ে ওঠে।