ঢাকা বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
করোনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করেছে সরকার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৬-২৯ ১৫:২৬:১০
প্রতিকী ছবি।

সরকারীভাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য সরকার ফি নির্ধারণ করেছে ।
  বুথ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ২০০ টাকা, বাসা গিয়ে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ৫০০ টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা পরীক্ষার জন্য ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
  গতকাল ২৯শে জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারী করা হয়েছে।
  এত দিন সরকারীভাবে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছিল। সরকার মনে করছে, এর ফলে কোনো উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ পরীক্ষা করিয়েছে।
  পরিপত্রে বলা হয়, করোনা ভাইরাস(কোভিড-১৯) সংক্রমণ আরটি-পিসিআর টেস্টের মাধ্যমে নির্ণয় করা হয়। বর্তমানে এ পরীক্ষা সরকার বিনামূল্যে দিচ্ছে। ফলে কোনো উপসর্গ ছাড়াও অধিকাংশ মানুষ এ পরীক্ষা করানোর সুযোগ গ্রহণ করছেন।
  এমতাবস্থায় কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অপ্রয়োজনীয় কোভিড টেস্ট পরিহার করার লক্ষ্যে অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে ফি নির্ধারণ করা হলো।
  এতে আরও বলা হয়েছে, করোনা টেস্ট বাবদ আদায় করা অর্থ সরকারী কোষাগারে (কোড-১-২৭১৫-০০০০-১৮৬৩) জমা করতে হবে।
  ‘চিকিৎসা সুবিধা বিধিমালা-১৯৭৪ এর আওতায় সরকারী কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সংক্রান্ত সব সুযোগ বহাল থাকবে। এছাড়া মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারী আদেশ বহাল থাকবে। সব সরকারী হাসপাতালের ক্ষেত্রে এ হার নির্ধারণ করা হলো।’

 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও এগিয়ে নিতে ডোনাল্ড লু’র সঙ্গে আলোচনা ফলপ্রসূ : পররাষ্ট্রমন্ত্রী
ডিএফপি’র নবনিযুক্ত মহাপরিচালক আকতার হোসেনের দায়িত্বভার গ্রহণ
ফুলেল শুভেচ্ছায় ডিএফপি’র নতুন মহাপরিচালককে বরণ
সর্বশেষ সংবাদ