ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
মীর মশাররফ হোসেনের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-১৯ ১৬:০৪:১১
কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর আয়োজনে গতকাল ১৯শে ডিসেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর আয়োজনে গতকাল ১৯শে ডিসেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি কবি সালাম তাসিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুজ্জামান। 

  অন্যান্যের মধ্যে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, রাজবাড়ীর সহ-সভাপতি আহসান হাবীব, অর্থ সম্পাদক শাহেদ আলী বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন। 

  এছাড়াও তারা মীর মশাররফ হোসেনের নামে রাজবাড়ীতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ স্থাপন এবং তাঁর নামে রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নামকরণের দাবী জানান।    

  এ সময় মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, রাজবাড়ীর সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক অজয়দাস তালুকদার, দপ্তর সম্পাদক দেলোরাজ ফত্ত, সাহিত্য সম্পাদক ইউসুফ বাশার আকাশ, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক উচ্ছাস কুমার ঘোষ, সদস্য তামান্না আমান মিষ্টি, সোহেল রানা, স্বদেশ নাট্যাঙ্গনের সভাপতি মাসুদুজ্জামান ফিরোজ, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আনিসুর রহমান খোকন, সিরাজুল ইসলামসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। 

  এছাড়াও সকালে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, রাজবাড়ীর উদ্যোগে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীস্থ মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।  

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ