রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির শাকিলের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২১শে ডিসেম্বর বিকেলে বাহাদুরপুর বাজারস্থ নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে নৌকা প্রতীকে ভোট চেয়ে বাহাদুরপুর বাজারে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়, বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের মানব ও শিক্ষা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান মোল্লা, বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আবুল কাশেম প্রামানিক, বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী মাস্টার, বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু ইউনুস মল্লিক, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ একেন উদ্দিন জালাল, ছাত্রলীগ নেতা আপন মাহমুদ ও আনোয়ার হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় হাজী মোঃ আব্দুর রহমান বলেন, আমরা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির শাকিলের নৌকা প্রতীক বিজয়ের লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে বিপুল ভোটে নৌকা প্রতীক জয়যুক্ত করার গুরুত্বারোপ করেন তিনি।
আওয়ামী লীগ নেতা আবু ইউনুস মল্লিক বলেন, ২০১৬ সালের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির শাকিলকে এলাকার মানুষ ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে। হুমায়ুন কবির শাকিল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এবারও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হুমায়ুন কবির শাকিলকে নৌকা প্রতীক দিয়েছেন। আমরা নৌকা প্রতীক বিজয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন রাজবাড়ী-২ আসনের বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের হাতকে শক্তিশালী করতে চাই।
তিনি আরো বলেন, আমাদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির শাকিল দলীয় নেতাকর্মীদের সাথে দিয়ে দিনরাত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। নির্বাচনের দায়িত্বে থাকা নেতাকর্মীরা একাধিক টিমে গণসংযোগ ও প্রচার-প্রচারণার ফলে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
ছাত্রলীগ নেতা আপন মাহমুদ বলেন, আমরা নতুন ভোটার। আমাদের ভোট নৌকার ভোট, আমাদের ভোট উন্নয়নের ভোট, আমাদের ভোট বিজয়ের ভোট। আগামী ৫ই জানুয়ারী অনুষ্ঠিতব্য বাহাদুরপুর ইউপির নির্বাচনে তিনি বিপুল ভোটে নৌকা প্রতীক বিজয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।