গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের হস্তক্ষেপে একটি বাল্য বিবাহ বন্ধ হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে বর পক্ষকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল ২২শে ডিসেম্বর সন্ধ্যার পর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর গ্রামের কনে(১৩) এর বাড়ীতে একই ইউনিয়নের গফুর মন্ডল পাড়া এলাকার এক ছেলের সাথে বাল্য বিবাহ চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে আনসার সদস্যদের নিয়ে ওই বাড়ীতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৫(১) ধারা মোতাবেক ছেলে পক্ষকে ৫হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও উভয় পক্ষের কাছ থেকে লিখিত মুচলেকা গ্রহণ করেন।