রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আসন্ন সরিষা ইউপির নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজমল আল বাহার বিশ্বাসের পক্ষে গতকাল ২৫শে ডিসেম্বর সন্ধ্যায় মতবিনিময় সভা করেছে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বহলাডাঙ্গা বাজারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সরিষা ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার সেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সরিষা ইউপির নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজমল আল বাহার বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ও পাংশা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও পাংশা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুন্ডু, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিতাই কুমার বিশ্বাস, ধিরাজ কুমার বিশ্বাস, সুদর্শন কুমার বিশ্বাস, দিনেশ চন্দ্র মন্ডল, বিষ্ণু গোপাল বসাক, শ্যামল কুমার শিকদার, শ্যামল কুমার সেন, মনোজিৎ চক্রবর্তী ও ব্রজ গোপালসহ সরিষা ইউপির পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৫ই জানুয়ারী সরিষা ইউপির নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে চেয়ারম্যান প্রার্থী আজমল আল বাহার বিশ্বাস সমর্থিত ও দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে দিনরাত এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ ও মতবিনিময় সভা করছেন।