ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
কালুখালীতে ২৩তম জাতীয় সমাজসেবা দিবস পালিত
  • রাকিবুল ইসলাম
  • ২০২২-০১-০২ ১৪:০৪:০৫
কালুখালী উপজেলাতে নানা আয়োজনে গতকাল ২রা জানুয়ারী ২৩তম জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে নানা আয়োজনে ২৩তম জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। 

  এ উপলক্ষ্যে কালুখালী উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল ২রা জানুয়ারী বেলা ১২টায় উপজেলা পরিষদের হলরুমে ‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবে সকল ভাতা’-স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ, উপজেলা নির্বাচন অফিসার আজিজুল ইসলাম, সহকারী উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত কুমার রায়, এনজিও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শেখ মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। 

  আলোচনা সভার শেষে ২জন প্রতিবন্ধীর মধ্যে অনুদানের ৪০ হাজার টাকা এবং মাতৃকেন্দ্রের ৪ জন নারী সদস্যের মধ্যে ১ লক্ষ ২০ হাজার টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ