বালিয়াকান্দি উপজেলার নারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
গতকাল ৪ঠা জানুয়ারী সকালে স্কুল ড্রেস বিতরণকালে প্রধান অতিথি হিসেবে নারুয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক গফফার মন্ডলসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক গফফার মন্ডল জানান, সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক দেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্কুল ড্রেসের জন্য অর্থ দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের ইউনিফর্ম দেয়া হচ্ছে।