ঢাকা বুধবার, মে ১, ২০২৪
পাংশা উপজেলার ১০টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের কে কত ভোট পেল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-০৬ ১৪:৪৯:০৪

পঞ্চম ধাপে গত ৫ই জানুয়ারী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
  এর মধ্যে ৮টি ইউপিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা এবং ২টি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়লাভ করেন। নির্বাচনে মোট ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের প্রাপ্ত ভোটের তথ্যাদি তুলে ধরা হলো।
  কসবামাজাইল ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদ নৌকা প্রতীকে ৮ হাজার ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাকিবুল ইসলাম আনারস প্রতীকে ৭ হাজার ৮২১ ভোট পান। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৮৪৫টি। অপর ২ জন প্রার্থীর মধ্যে সাইদ আহম্মেদ মোটর সাইকেল প্রতীকে ১৬ ভোট ও জাকিরুল ইসলাম চশমা প্রতীকে ৬ ভোট পান।
  কলিমহর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিলকিছ বানু নৌকা প্রতীকে ৩ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিধান কুমার বিশ্বাস আনারস প্রতীকে ৩ হাজার ৪৫৮ ভোট পান। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৪৫৪টি। অপর ৫ জন প্রার্থীর মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান এডঃ আক্কাছ আলী মোটর সাইকেল প্রতীকে ২ হাজার ১৭ ভোট, আব্দুল রাজ্জাক ঘোড়া প্রতীকে ১ হাজার ৮৭৫ ভোট, সেকেন আলী মোল্লা অটোরিক্সা প্রতীকে ৫১১ ভোট, সাজ্জাদ হোসেন টেলিফোন প্রতীকে ২১ ভোট ও বিপ্লব কুমার বিশ্বাস চশমা প্রতীকে ২০ ভোট পান।     
  সরিষা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আজমল আল বাহার নৌকা প্রতীকে ৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আহম্মদ হোসেন আনারস প্রতীকে ৪ হাজার ৭৬৫ ভোট পান। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৩ হাজার ১৮২টি। অপর প্রার্থী আসাদুজ্জামান রতন মোটর সাইকেল প্রতীকে ৪০ ভোট পান।  
  পাট্টা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুর রব বিশ্বাস নৌকা প্রতীকে ৬ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিবুর রহমান মোটর সাইকেল প্রতীকে ৫ হাজার ১৯৫ ভোট পান। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৮৫৩টি। অপর ৩ জন প্রার্থীর মধ্যে গোলাম মোস্তফা লুলু আনারস প্রতীকে ৬৯০ ভোট, রাজদুল ইসলাম ঘোড়া প্রতীকে ৭২ ভোট ও জেসমিন খান রজনীগন্ধা প্রতীকে ১৭ ভোট পান।   
  বাবুপাড়া ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইমান আলী সরদার নৌকা প্রতীকে ৫ হাজার ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম সরোয়ার ঘোড়া প্রতীকে ৪ হাজার ১৯২ ভোট পান। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ১ হাজার ৪৩১টি। অপর ২ জন প্রার্থীর মধ্যে শহিদুল ইসলাম মিয়া আনারস প্রতীকে ২১০ ভোট ও শাজাহান শেখ মোটর সাইকেল প্রতীকে ৭৮ ভোট পান।  
  মৌরাট ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান নৌকা প্রতীকে ৭ হাজার ৫৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক বিশ্বাস ঘোড়া প্রতীকে ৩ হাজার ২৬৮ ভোট পান। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ২ হাজার ২৯৪টি। অপর ৩জন প্রার্থীর মধ্যে শওকত আলী সরদার আনারস প্রতীকে ২হাজার ৩৫৭ ভোট, মোকারম হোসেন মোটর সাইকেল প্রতীকে ৬০০ ভোট ও মোহাম্মদ আলী সরদার চশমা প্রতীকে ২৫ ভোট পান।  
  মাছপাড়া ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম নৌকা প্রতীকে ৮ হাজার ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম খাঁ আনারস প্রতীকে ১হাজার ৯৭৮ ভোট পান। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৬ হাজার ৪৯টি। অপর ২জন প্রার্থীর মধ্যে জাসদের মনোনীত প্রার্থী হিল্লোল মিয়া মশাল প্রতীকে ১১৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী কমলেশ চন্দ্র দাস চশমা প্রতীকে ২৩ ভোট পান। 
  যশাই ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু হোসেন নৌকা প্রতীকে ৬ হাজার ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বিদায়ী চেয়ারম্যান সিদ্দিকুর রহমান আনারস প্রতীকে ৫ হাজার ৬৮৬ ভোট পান। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৬১৪টি। অপর ৪ জন প্রার্থীর মধ্যে সিরাজুল ইসলাম মোটর সাইকেল প্রতীকে ৮৯ ভোট, জাকের পার্টির মনোনীত প্রার্থী মামুন গোলাপ ফুল প্রতীকে ২২, খোন্দকার তফাজ্জল হোসেন চশমা প্রতীকে ২০ ভোট ও হাজী আব্দুল হাকিম খান ঘোড়া প্রতীকে ১১ ভোট পান। 
  বাহাদুরপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সজিব হোসেন মোটর সাইকেল প্রতীকে ৬ হাজার ২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বিদায়ী চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল নৌকা প্রতীকে ৫ হাজার ৬৫৬ ভোট পান। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৩৬৫টি। অপর ৩ জন প্রার্থীর মধ্যে মুন্সী হাসানুল ইসলাম ঘোড়া প্রতীকে ১ হাজার ৯৯৪ ভোট, নিজাম উদ্দিন আনারস প্রতীকে ১০৮ ভোট ও জাসদের মনোনীত প্রার্থী মুরাদ মশাল প্রতীকে ৪৩ ভোট পান।  
  হাবাসপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আল মামুন খান চশমা প্রতীকে ৮ হাজার ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল আলিম নৌকা প্রতীকে ৬ হাজার ৯৫৭ ভোট পান। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ১ হাজার ২৬৭টি। অপর ৪ জন প্রার্থীর মধ্যে আব্দুল লতিফ খান মোটর সাইকেল প্রতীকে ৩ হাজার ৬৫৭ ভোট, গোলাম মালেক আনারস প্রতীকে ১ হাজার ৩২ ভোট, আবু সেলিম টেলিফোন প্রতীকে ৬৮ ভোট ও গোলাম জাকারিয়া ঘোড়া প্রতীকে ১৪ ভোট পান।   

গোয়ালন্দে চেয়ারম্যান প্রার্থী সেলিম মুন্সির মনোনয়ন প্রত্যাহার॥নির্বাচন যুদ্ধে ৮জন
মজলিশপুরে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক নিহত
পাংশা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী  বুড়ো’র মোটর সাইকেল প্রতীকের পথসভা
সর্বশেষ সংবাদ