ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
স্বাস্থ্যসেবার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২২-০১-২০ ১৫:০৭:২৫
স্বাস্থ্যসেবার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গতকাল ২০শে জানুয়ারী সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‘ভুক্তভোগী পরিবার ও ফরিদপুরবাসী’র ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে -মাতৃকণ্ঠ।

স্বাস্থ্যসেবার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গতকাল ২০শে জানুয়ারী সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‘ভুক্তভোগী পরিবার ও ফরিদপুরবাসী’র ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 

  মানববন্ধন চলাকালে নারী নেত্রী ও এনজিও ব্লাস্টের নির্বাহী পরিচালক এডঃ শিপ্রা গোস্বামী, নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা, খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন, মোস্তফা আমীর ফয়সাল, শরিফুল ইসলাম সুজন, সঞ্জয় সাহা, রুমন চৌধুরী, রিশান মাহমুদ রনী, হোসনে আরা, পারভেজ হাসান রাজিব, আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ ফরিদপুরের যত্রতত্র গজিয়ে ওঠা বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর নিম্নমানের সেবা, প্রায়ই অপারেশনে ভুল করা, অপচিকিৎসাসহ অন্যান্য অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানান এবং এ ব্যাপারে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন। 

মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
সর্বশেষ সংবাদ