কোভিড-১৯ মহামারি দ্রুত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশ সচিবালয়ে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারী এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
প্রধান তথ্য কর্মকর্তা(পিআইও) মোঃ শাহিনুর মিয়া বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ ২৪শে জানুয়ারী থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দিয়েছে। অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে শীঘ্রই একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে আশা করা হচ্ছে।