বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসানের নেতৃত্বে গতকাল ২৪শে জানুয়ারী বিকালে বহরপুর ইউনিয়নের আড়কান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৩০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করাসহ ২ বিক্রেতাকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা মৎস্য অফিসার আব্দুল মান্নাফ ও ক্ষেত্র সহকারী রাওফুর মোরসালিনসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত জাটকা ইলিশ মাছ উপজেলা পরিষদ চত্ত্বরে এনে ৪টি মাদ্রাসা ও এতিমখানার মধ্যে বিতরণ করা হয়।