বালিয়াকান্দি উপজেলার জঙ্গল বাজার থেকে ১টি আগ্নেয়াস্ত্র(ওয়ান শুটার গান) ও ২টি কার্তুজসহ ২জনকে পুলিশ গ্রেফতার করেছে।
গত ২৪শে জানুয়ারী দিবাগত রাত সোয়া ১২টার দিকে ওসি তারিকুজ্জামানের নেতৃত্বে বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জঙ্গল বাজারের সনজিৎ বাড়ৈ’র মুদী ও ফার্নিচারের দোকান থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-জঙ্গল গ্রামের নিখিল বিশ্বাসের ছেলে অনুমপম বিশ্বাস(২৮) এবং একই গ্রামের মৃত দশরথ মন্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডল(৪০)।
ওসি তারিকুজ্জামান জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২৫শে জানুয়ারী তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।