ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বালিয়াকান্দির জঙ্গল বাজার থেকে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ২জন গ্রেফতার
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০১-২৫ ১৩:৪৫:৪০
বালিয়াকান্দি উপজেলার জঙ্গল বাজার থেকে গত ২৪শে জানুয়ারী দিনগত রাতে ১টি ওয়ান শুটার গান ও ২টি কার্তুজসহ ২জনকে পুলিশ গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

বালিয়াকান্দি উপজেলার জঙ্গল বাজার থেকে ১টি আগ্নেয়াস্ত্র(ওয়ান শুটার গান) ও ২টি কার্তুজসহ ২জনকে পুলিশ গ্রেফতার করেছে।

  গত ২৪শে জানুয়ারী দিবাগত রাত সোয়া ১২টার দিকে ওসি তারিকুজ্জামানের নেতৃত্বে বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জঙ্গল বাজারের সনজিৎ বাড়ৈ’র মুদী ও ফার্নিচারের দোকান থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-জঙ্গল গ্রামের নিখিল বিশ্বাসের ছেলে অনুমপম বিশ্বাস(২৮) এবং একই গ্রামের মৃত দশরথ মন্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডল(৪০)। 

  ওসি তারিকুজ্জামান জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২৫শে জানুয়ারী তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ