রাজবাড়ী জেলার পাংশা থানা পুলিশ গত ৫ই ফেব্রুয়ারী দিনগত রাতে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১১জন আসামী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের ইকতার মন্ডল, চর আফড়া গ্রামের খোকন মন্ডল, আলী হাসান সরদার, সাদ্দাম সরদার, আকাশ খাঁ, মাগুরাডাঙ্গী গ্রামের সবুজ খান, মেঘনা গ্রামের আজগর আলী, সুজানগর গ্রামের জিল্লু মন্ডল, বয়রাট গ্রামের আবু জাফর মিয়া, সরিষা গ্রামের আশরাফুল ইসলাম ও উত্তর মাছপাড়া বাজার এলাকার আতর আলী সরদার। গ্রেফতারকৃতদের গতকাল ৬ই ফেব্রুয়ারী আদালতে সোপর্দ করা হয়।