রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোট ভাকলা ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ভাঙন ক্রমশঃ মারাত্মক রূপ নিচ্ছে।
শুষ্ক মৌসুম হওয়া সত্ত্বেও গত এক মাসে এই ৩টি ইউনিয়নের ১৪০ একরের মতো কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। শতাধিক পরিবার তাদের বসতবাড়ী সরিয়ে অন্যত্র চলে গেছে। ভাঙন আতংকে রয়েছে আরও শত শত পরিবার।
সরেজমিন ঘুরে দেখা গেছে, দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে ছোট ভাকলার অন্তারমোড় পর্যন্ত প্রায় ৬কিলোমিটার জুড়ে নদী ভাঙন তীব্র রূপ নিয়েছে। নদীর পাড়ের অনেক জায়গা দেবে গেছে। স্থানীয় কৃষকরা তাদের আবাদকৃত কৃষি ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কায় রয়েছে।
দৌলতদিয়া ইউনিয়নের সাহাজদ্দিন বেপারীর পাড়ার কালাম শেখ বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে বেশী নদী ভাঙন হয়। এখন শুষ্ক মৌসুম হলেও গত প্রায় এক মাস ধরে ভাঙন শুরু হয়েছে। এক মাসে এ এলাকার শতাধিক বিঘা জমি বিলীন হয়ে গেছে। অনেকে ভাঙন আতংকে অন্যত্র চলে যাচ্ছে। আমরাও অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।
একই ইউনিয়নের সাহাজদ্দিন বেপারীর পাড়ার শেফালী আক্তার বলেন, একসময় আমার আড়াই বিঘার মতো জমি ছিল। ঘর ছিল। নদী ভাঙনে সব শেষ হয়ে গেছে। এখন একজনের বাড়ীতে আশ্রিত আছি।
দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের কাওয়ালজানি এলাকায় বেশী ভাঙন দেখা দিয়েছে। ৫০ একরের মতো কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ৩০টির মতো পরিবার অন্যত্র চলে গেছে। আরও প্রায় ৩শ’র মতো পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, আমার ইউনিয়নের চর বরাট, ছোট জলো ও কাওয়ালজানির আংশিক এলাকায় ভাঙছে। সাধারণত বর্ষা মৌসুমে ভাঙন হলেও এখন শুষ্ক মৌসুমেও ভাঙছে। ভাঙনে ৪০ একরের মতো ফসলী জমি বিলীন হয়েছে। ২০টির মতো পরিবার অন্যত্র সরে গেছে।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, শুষ্ক মৌসুমেও আমার ইউনিয়নের নতুন পাড়া, সাহাজদ্দিন বেপারীর পাড়া, ঢল্লা পাড়া, বাহির চর, নাসির সরদার পাড়া-এসব এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এক মাসে ৫০ একরের মতো কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ৫০টির মতো পরিবার অন্যত্র সরে গেছে। আরো প্রায় ৫০০ পরিবার ঝুঁকিতে রয়েছে। নদী শাসনের কথা বার বার আলোচনায় আসলেও অগ্রগতি হয়নি। অবিলম্বে নদী শাসনের উদ্যোগ গ্রহণ না করলে আরো অনেক ক্ষতি হতে পারে।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা খোকন উজ্জামান বলেন, দৌলতদিয়া থেকে ছোট ভাকলার অন্তারমোড় পর্যন্ত পদ্মা নদীর পাড় দিয়ে ভাঙন শুরু হয়েছে। এক মাসে কী পরিমাণ জমি বিলীন হয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই। তবে দৌলতদিয়া ইউনিয়নে ৭ বছর আগে কৃষি জমি ছিল ৩৮০০ হেক্টর। এর মধ্যে ১৪০০ একর বিলীন হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার অজিজুল হক খান বলেন, নদী ভাঙনের খবর পেয়েছি। এ বিষয়ে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেয়া হবে। এছাড়া উপজেলা প্রশাসন থেকে কিছু করণীয় থাকলে করা হবে।